আগামী জানুয়ারী মাস থেকে রেশন সামগ্ৰী বন্টন বন্ধ করে দেবার হুঁশিয়ারী দিলেন রেশন ডিলাররা

28th December 2020 10:16 pm বাঁকুড়া
আগামী জানুয়ারী মাস থেকে রেশন সামগ্ৰী বন্টন বন্ধ করে দেবার হুঁশিয়ারী দিলেন রেশন ডিলাররা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় ধরে বন্ধ রেশনের ন্যূনতম কমিশন। বারংবার বিভিন্ন আন্দোলন সংগঠিত করলেও তাতে  টনক নড়েনি রাজ্য সরকারের। অবশেষে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই রেশন সামগ্রী বিতরণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ এমআর ডিলার অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলার রেশন ডিলাররা।মেজিয়ার একটি বেসরকারি ম্যারেজ হলে এম আর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্যভিত্তিক সম্মেলন সভায় রাজ্য তথা জেলা নেতৃত্ব রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেগে এই সিদ্ধান্তই নেন । রেশন ডিলার দের দাবি দীর্ঘদিন ধরে কমিশন বন্ধ থাকায় চরম সমস্যায় তারা। রাজ্য  সরকারের কাছে বারংবার  আবেদন নিবেদন করা সত্বেও আশানুরূপ ফল না পাওয়ায় অবশেষে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হলেন। সংগঠনের জেলা সভাপতির কথায় সহমত হয়ে ডিলাররাও এই বিক্ষোভ সামিল হতে চলেছে । জানুয়ারি মাস থেকে রেশন ডিলাররা তাদের কর্মবিরতি শুরু করলে সাধারণ মানুষের যে হয়রানির অন্ত থাকবে না সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।